top of page

স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় মোহামেডানের

  • Writer: Riyan Sobhan Talha
    Riyan Sobhan Talha
  • Dec 7, 2021
  • 2 min read

ree

ক্রীড়া প্রতিবেদক:


মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ সেনাবাহিনী ম্যাচ ড্রয় হওয়ায় স্বাধীনতা কাপে টিকে থাকার সমীকরণটা কঠিন হয়ে পড়েছিলো মোহামেডানের জন্য।


গ্রুপ পর্বের বাধা পেরতে জয়ের কোনো বিকল্প ছিলো না। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল ‘সি’ গ্রুপের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে মোহামেডান। আর তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় দলটির।


তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং।


মোহামেডান ও সেনাবাহিনীর পয়েন্ট সমান ৪ করে। কিন্তু মুখোমুখি লড়াইয়ের হিসাবে ছিটকে গেল শন লেনের দল।


দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ১-১ ড্র করে কোয়ার্টার-ফাইনালের আশা বাঁচিয়ে রাখে ‘অপেশাদার দল’ বাংলাদেশ সেনাবাহিনী। ওই ম্যাচের ফলেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যায় সাইফ স্পোর্টিংয়ের।


ম্যাচের শুরু থেকেই সাইফ খেলেছে আক্রমণাত্মক মেজাজে। কিন্তু মোহামেডানের পোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন গোলরক্ষক আহসান হাবিব বিপু।


বক্সের বাইরে থেকে নেওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহর জোরালো শট ত্রয়োদশ মিনিটে মোহামেডান গোলরক্ষক। চার মিনিট পর বক্সের বাইরে থেকে মারাজ হোসেনের শটও আটকান একইভাবে।


প্রথমার্ধের শেষ দিকে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন সানডে উদোহের কাছে পরাস্ত হন বিপু। ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন সানডে উদোহ। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতি যায় মোহামেডান।


দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩তম মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রসে সাহেদ পা ছোঁয়ানোর আগেই বিপু ছুটে এসে ক্লিয়ার করে ব্যবধান দ্বিগুণ হতে দেননি।


৫৮তম মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সাইফের আশরর গফুরভ ও মোহামেডানের ইয়াসমিন মেসিনোভিকিকে হলুদ কার্ড দেখান রেফারি।


৬৪ মিনিটে উদোহর জোরালো শট এবং পাঁচ মিনিট পর নাইজেরিয়ান এই ফরোয়ার্ডেরই চিপ শট লক্ষ্যভ্রষ্ট হয়।


দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে হেডে সমতা ফেরান মেসিনোভিকি। তাতে মোহামেডানের আশার পালে লাগে কিছুটা হওয়া। কিন্তু শেষের বাঁশির বাজার আগ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি মোহামেডান।


তাই এবারও স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল মোহামেডানকে।

Comments


Thanks for submitting!

  • White Facebook Icon

© 2023 by TheHours. Proudly created with Wix.com

bottom of page