মেসি-এমবাপ্পের নৈপুণ্যে বিশাল জয় পিএসজি’র
- Riyan Sobhan Talha
- Dec 8, 2021
- 2 min read

স্পোর্টস ডেস্ক:
লিগ ওয়ানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছি প্যারিস সেন্ট জার্মেই। সেই হতাশায় থেকে ভয় তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স লীগে অঘটন ঘটার। তবে সবকিছুকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লীগে উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিল পিএসজি। আলো ছড়ালেন আক্রমণভাগের দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
ক্লাব ব্রুজকে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শেষ করল পিএসজি দল।
আগেই নকআউটের টিকেট নিশ্চিত করা প্যারিস মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে জিতেছে ৪-১ গোলে। মেসি ও এমবাপ্পে করেন দু’টি করে গোল।
ব্রুজের বিপক্ষে প্রথম ৭ মিনিটের মধ্যেই এমবাপের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই মুঠোয় নেয় পিএসজি। ম্যাচের বয়স যখন মাত্র ৭০ সেকেন্ড, তখন এমবাপ্পের পা থেকে আসে ম্যাচের প্রথম গোল।
বাম দিক থেকে নুনো মেন্দেসের শট পাঞ্চ করে ক্লিয়ার করতে চেয়েছিলেন ব্রুজ গোলরক্ষক সিমোন মিনোলে।
কিন্তু বল চলে যায় ছয়/সাত গজ বক্সের বাইরে এমবাপ্পের কাছে। ডান পায়ের আলতো শটে দূরের পোস্ট দিয়ে জালের ঠিকানা খুঁজে পান তিনি।
প্রথম গোলের কিছুক্ষণ পরেই গোলের সংখ্যা দ্বিগুণ করেন এমবাপ্পে। অ্যাঞ্জেল দি মারিয়ার ক্রসে ডি-বক্স থেকে ভলিতে বল জালে পাঠান ২২ বছর বয়সী ফরাসী এই ফুটবলার।
ম্যাচের দ্বাদশ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত পিএসজি। মেসির পাস থেকে দি মারিয়ার শট ঠেকান গোলরক্ষক।
২৪ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় ব্রুজ। সিসে সান্দ্রার শট পা দিয়ে ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
একটু পর পাঁচ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা রুখে দেয় ব্রুজ। প্রথমটায় শট নিতে একটু দেরি করে ফেলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। কর্নারের বিনিময়ে সেই যাত্রায় রক্ষা করেন ব্রুজের ডিফেন্ডার মাতা। আর পরের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মিনোলে।
৩৮ মিনিটে মেসিকে আর আটকে রাখতে পারেনি ব্রুজ। চমৎকার এক গোলে স্কোরলাইন
৩-০ করেন বার্সেলোনা সাবেক এই ফুটবলার। এমবাপ্পের পাস ধরে একটু এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাকানো শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি।
বিরতির আগে হ্যাটট্রিকের সুযোগ আসে এমবাপের সামনে। মেসির পাস ধরে ওয়ান-অন-ওয়ানে বল উড়িয়ে মেরে হতাশ করেন তিনি।
৬৪ মিনিটে দি মারিয়ার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। এর তিন মিনিট পরই ব্যবধান কমায় ব্রুজ। সতীর্থের পাস ধরে গোলটি করেন অরক্ষিত বেলজিয়ান মিডফিল্ডার মাটস রিটস।
৭৫ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হোন মেসি। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
শেষ দিকে এমবাপ্পে কে তুলে নিয়ে মাউরো ইকার্দিকে নামান পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ম্যানচেস্টার সিটি।
তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পিএসজি। ৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা লাইপজিগ নিশ্চিত করেছে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ক্লাব ব্রুজ।








Comments