মুরাদ হাসানের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি
- Riyan Sobhan Talha
- Dec 8, 2021
- 1 min read

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রতিমন্ত্রী ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছার কথা জানান পদত্যাগপত্রে।
মঙ্গলবার রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে দুপুরে মুরাদ হাসানের পক্ষে তাঁর পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন দিয়ে আসেন। পরে সেটি সারসংক্ষেপ আকারে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর সেখান থেকে বঙ্গভবনে পাঠানো হয়।
নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ায় সোমবার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। তবে তিনি দলীয় এই পদও হারাচ্ছেন। জেলা আওয়ামী লীগ তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে।
আলী ইউনুস হৃদয়







Comments