মুরাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আ.লীগ, বিএনপি নেবে আইনগত
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read

সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার সংসদ ভবন প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
স্পাইস ডিজিটালকে তিনি বলেন, ‘মুরাদ হাসানকে এরইমধ্যে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। দল থেকে বহিষ্কারের বিষয়ে দলের আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সুপারিশ করা হবে।’
এছাড়া ডা. মুরাদ হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদ থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পাইস ডিজিটালকে এই কথা জানান।
সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্য বিশেষ করে নারী সদস্যদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের চরম অশালীন, অরুচিকর ও সব রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত সম্মানহানিকর কুৎসিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এদিকে আজ দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। একইসঙ্গে ‘মা-বোনদের’ কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
আলী ইউনুস হৃদয়/মামুন শেখ







Comments