টানা বৃষ্টিতে কাকভেজা নগর
- Riyan Sobhan Talha
- Dec 8, 2021
- 1 min read

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে গত তিনদিন ধরে ঢাকাসহ সারাদেশে টানা বৃষ্টিতে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। ফলে পথ চলতে গিয়ে নগরবাসীকে পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে।

মঙ্গলবারও নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। আবহাওয়া অফিস জানায়, ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয় আরও ৫৪ মিলিমিটার।

দিনভর টানা বৃষ্টিতে নগরবাসীকে সহ্য করতে হয়েছে সীমাহীন যন্ত্রণা। বিশেষ করে অফিসগামী ও বাসামুখী নগরবাসী, স্কুলগামী শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের দুঃসহ ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে স্কুলে ও পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হয় অনেকের। স্কুল-পরীক্ষা শেষে ঘরে ফিরতেও একই অবস্থায় পড়েছে তারা।

অলিগলি থেকে নগরীর মূল রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় পানির সঙ্গে স্যুয়ারেজ লাইনের বর্জ্য যুক্ত হয়ে দুঃসহ অবস্থা তৈরি হয়। জলাবদ্ধতার কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে অফিসগামী ও সাধারণ মানুষদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক, পোশাককর্মীদের অনেককে মাথায় পলিথিন দিয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে। তবে বৃষ্টির কারণে জলাবদ্ধতাকে পুঁজি করে রিকশা ভাড়া দ্বিগুণ হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছেে, চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি এবং শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ হতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর দেশের উত্তরাঞ্চল দিয়ে হিমেল বাতাস বইতে শুরু করবে। এতে বাড়তে পারে শীতের তীব্রতা।









Comments