top of page

অসময়ের বৃষ্টিতে আমনের বিপুল ক্ষতি

  • Writer: Riyan Sobhan Talha
    Riyan Sobhan Talha
  • Dec 8, 2021
  • 1 min read

ree

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট টানা বর্ষণে দেশের ১০ জেলার প্রায় এক লাখ ৩২ হাজার ৯৬৭ হেক্টর আমন ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।


ree

এর মধ্যে যশোর অঞ্চলের ছয় জেলার ৯৪ হাজার ৫৩৮ হেক্টর ও বরিশাল অঞ্চলের চার জেলায় ৩৮ হাজার ৪২৯ হেক্টর আবাদি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।


ree

টানা বর্ষণে যশোর অঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। বরিশাল অঞ্চলের জেলাগুলোর মধ্যে রয়েছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালী।


ree


দেশের জেলাগুলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কয়েকটি কৃষি অঞ্চলে বিভক্ত করেছে। এর মধ্যে যশোর ও বরিশাল অঞ্চল অন্যতম।


ree

ঘূর্ণিঝড়সৃষ্ট বর্ষণে আমনের চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ডিএই। চলতি বছর ডিএই দেশে আমন মৌসুমের ধান-চাল উৎপাদন বাড়ানোর লক্ষ্য হাতে নিয়েছিলো। বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য পূরণ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


ree


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, গত অর্থবছরে (২০২০-২১) দেশে ৫৬ লাখ ২৫ হাজার ৯০৭ হেক্টর জমি থেকে ১ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৭৬৩ টন চাল উৎপাদন হয়। এসময় আগের অর্থবছরের (২০১৯-২০) তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় আড়াই লাখ টন। আমন মৌসুমের উৎপাদনে এ ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখার পরিকল্পনা করেছিল ডিএই।


ree

চলতি অর্থবছরে আমন মৌসুমে ৫৮ লাখ ৩০ হাজার হেক্টর জমি থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টন চাল উৎপাদনের লক্ষ্য হাতে নিয়েছিল সংস্থাটি। এরই মধ্যে দেশের প্রায় ৫৭ লাখ ৬৩ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। দেশে আমন মৌসুমের ধান-চালের বড় একটি অংশ আসে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে।


ree

চলমান প্রেক্ষাপটে জাওয়াদের প্রভাবে সৃষ্ট বর্ষণে আমন ধানের ক্ষতির মাত্রা দ্রুততার সঙ্গে নির্ধারণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






Comments


Thanks for submitting!

  • White Facebook Icon

© 2023 by TheHours. Proudly created with Wix.com

bottom of page