ঢালিউডের ‘প্রথম’ সিক্সপ্যাক নায়ক
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read
Updated: Dec 8, 2021
২০২০ সালে আরেফিন শুভ’র ওজন ছিলো ৯৪ কেজি।

মিশন এক্সট্রিম সিনেমাকে সামনে রেখে ওজন কমানোর সিদ্ধান্ত নেন তিনি।

মাঝপথে ইনজুরিতে পড়ে বাকি জীবন হাঁটতে না পারার শঙ্কায় পড়েন।
এই সময় মানসিক বিষন্নতায় ভুগছিলেন শুভ।তবে লক্ষ্যে অটল ছিলেন।
পরিশ্রম করেছেনদিন রাত ।

নয় মাস ব্যায়াম এবং অধ্যবসায়ের ফলে ওজন কমাতে সক্ষম হন।

তার ওজন ৮৪ কেজি।

বলা হয়- ঢালিউডে শুভই একমাত্র নায়ক, যিনি সিক্স প্যাক বডি বানাতে সক্ষম হয়েছেন।









Comments