বৃষ্টিতে খেলা বন্ধ, ড্রেসিংরুমেই আউট বাবর!
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read

স্পোর্টস ডেস্ক:
ব্যাট করছেন বাবর আজম। বল করছেন ইমাম-উল-হক। টেস্টের মেজাজ, তাই একেবারেই ডিফেন্সিভ মুডে বাবর। কয়েকটা বল ঠেকালেন, কয়েকটা আলতো করে ড্রাইভ করলেন কিংবা ছেড়ে দিলেন কিপারের হাতে। হঠাৎ একটি ফুল লেন্থ ডেলিভারিতে ঠিকভাবে ব্যাট প্লেস করতে পারলেন না, পড়ে গেলো স্ট্যাম্প। উল্লাসে মাতলেন বোলার ইমাম। বাবরের মতো ব্যাটারকে আউট করা তো আর চারটিখানি কথা না! এখানে প্রশ্ন আসতেই পারে টেস্ট হচ্ছে বাংলাদেশের বিপক্ষে কিন্তু বাবর আউট হলেন স্বদেশি ইমামের বলে!
আসলে এটি মাঠের খেলা ছিলো না। বৃষ্টির কারণে মাঠে নামতে না পেরে ড্রেসিং রুমেই ব্যাটিংয়ের ক্ষুধা মেটাচ্ছিলেন বাবর-ইমামরা। সেই ঘটনার একটি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।
ভিডিওতে দেখা যায়, ব্যাট, বল, স্ট্যাম্প ও ফিল্ডিং সাজিয়ে খেলার পরিবেশ তৈরি করেছেন বাবরের সতীর্থরা। ইমাম-উল-হকের বলে বাবর ব্যাট করেছেন। খুনসুটির এই খেলায় ইমামের বলে বোল্ড হয়ে যান বাবর!
বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হওয়ায় বাবর-আজহারদের সময় কেটেছে ড্রেসিং রুমে ক্রিকেট খেলে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার থেকে বৃষ্টি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩.২ ওভারের খেলা মাঠে গড়িয়েছে।
আজহার আলী ৫২ এবং বাবর আজম ৭১ রানে অপরাজিত। পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে ১৮৮/২।
এদিকে চট্টগ্রাম টেস্টের আট উইকেট নেয়া তাইজুল তার ফর্ম ধরে রেখে মিরপুরেও নিয়েছেন দুই উইকেট। দুই টেস্ট মিলিয়ে তাইজুলের উইকেট সংখ্যা ১০।
এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
ইমরান খান/সাইদুল ইসলাম/মামুন শেখ








Comments