ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read

স্টাফ রিপোর্টার:
দুই দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা তাঁর। এসময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলাপ হবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন শ্রিংলা।
গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।
আলী ইউনুস হৃদয়/মামুন শেখ








Comments