top of page

বড় পর্দায় শুভ’র মিশন কেমন হলো?

  • Writer: Riyan Sobhan Talha
    Riyan Sobhan Talha
  • Dec 7, 2021
  • 2 min read

ree

৩ ডিসেম্বরে ঢাকাসহ দেশব্যাপী ৫০টি হলে মুক্তি পায় সানি সারোয়ার পরিচালিত এবং আরেফিন শুভ অভিনীত সিনেমা মিশন এক্সট্রিম। সিনেমাতে অভিষেক হয়েছে ২০১৮ সালে মিস ওয়ার্ল্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা জান্নাতুল ফেরদৌস ঐশীর।


সরল ও পুর্ব অনুমিত গল্পের সাথে অহেতুক টুইস্ট, ঢাকা শহরের অতিরিক্ত ড্রোন শট, একটি খাপ ছাড়া প্রেম কাহিনী ও রোমান্স, কিছু একশন কিছু ড্রামা এই হলো মিশন এক্সট্রিম।


নেতিবাচক দিক:


গল্প: মিশন এক্সট্রিমের গল্প সহজ। সাসপেন্স জঁরার সিনেমা হলেও দর্শকদের সিনেমার গল্প বুঝতে বেগ পেতে হবে না। কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিপার্টমেন্টের পুলিশ নাবিদ আল শাহারিয়ারের চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। তাকে দেখা যায় জঙ্গিদের তাড়া করে বেড়াতে। সিনেমায় ঐশী অভিনয় করেন একজন মিডিয়া কর্মী হিসেবে। এখানে প্রেমের সমীকরণ গল্পের সাথে একেবারেই খাপছাড়া।


অভিনয়: মিশন এক্সট্রিম সিনেমার অভিনয় ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি অভিনেতারা। আরেফিন শুভর সংলাপের সাথে অভিনয় শৈলীতে বৈচিত্র্যতা দেখাতে পারেনি তারা। অনেক প্রত্যাশা থাকা সত্ত্বেও নিজের অভিনয়ের সাথে ন্যায় করতে পারেনি খল চরিত্রে অভিনয় করা তাসকিন। খল চরিত্রের অভিনয়ে তিনি বিভিন্ন সময়ে অপ্রয়োজনীয় ভাবে কমেডি করার চেষ্টা করেছেন।


অতিরিক্ত পার্শ্ব চরিত্র: সিনেমার আরেকটি নেতিবাচক দিক হলো এতে অতিরিক্ত পার্শ্ব চরিত্রের ব্যবহার। স্বল্প সংলাপ ও স্বল্প স্ক্রিন-সময় দিয়ে গল্পে পার্শ্ব চরিত্রগুলোর প্রবেশ হয়েছে। অনেক ক্ষেত্রেই চরিত্র গুলো আরোপিত।


পরিচালক: একটি সিনেমা শুধুই ব্যবস সফল হওয়ার জন্য যা যা করা লাগে পরিচালক তাই করার চেষ্টা করেছেন। অর্থাৎ গান, অ্যাকশন ও প্রেম। তবে সংলাপ, অভিনয় গল্প এসব নিয়ে তিনি ভালো কাজ করতে পারেনি।


ইতিবাচক দিক:


ঐশী: অভিষেক হওয়া অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সিনেমাতে দেয়ার মতো বাড়তি কিছু ছিলো না। তবুও যতটুকু সময় তিনি পেয়েছেন তা ভালো ভাবেই কাজে লাগাতে পেরেছেন। দর্শক তার অভিনয়, সংলাপ পছন্দ করবে।


সিনেমেটোগ্রাফি:

সিনেমায় ক্যামেরার কাজ চোখে পড়বে। একশন ও ক্লোজাপ শটগুলো দারুনভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন সিনেমেটো গ্রাফার। তিনি মূলত সিনেমাটিকে বাড়তি মাত্রা দিতে পেরেছেন।


গল্প ও অভিনয়ে বেশি কিছু দেয়ার না থাকলেও দর্শকরা একেবারেই খালি হাতে ফিরবেন না মিশন এক্সট্রিম থেকে। দারুন একশন, ঐশীর হাসিমুখ সব কিছু মিলে ঢাকাই সিনেমার অভিজ্ঞতা ইতিবাচক হবে আশা করা যায়।


স্পাইস রেটিং : ৫/১০

Comments


Thanks for submitting!

  • White Facebook Icon

© 2023 by TheHours. Proudly created with Wix.com

bottom of page