তাহসানের নতুন গান ‘বিয়োগান্তক’
- Riyan Sobhan Talha
- Dec 8, 2021
- 2 min read

বিনোদন প্রতিবেদক:
হারিয়ে তোমায় খুঁজে পাই আমি, প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি,
প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি, আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী…’
প্রায় দেড় বছর পর এই কথায় নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। গত ৫ ডিসেম্বরে তাহসানের অফিসিয়াল ইউটিউব থেকে আপলোড করা হয় ‘বিয়োগান্তক’ শিরোনামের এই গানটি। গানটির কথা ও সুর করেছেন তাহসান নিজেই।
ব্যক্তিগত জীবনের ঘটনাই গানের কথায় তুলে ধরেছেন তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। সরাসরি রেকর্ডিং করা গানটি নিয়ে বেশ আশাবাদী এই নায়ক ও গায়ক তাহসান।
তাহসান এখন আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গানটি প্রকাশের আগে এক ফেসবুক লাইভে এসে কথা বলেছেন গানটির সম্পর্কে। রক ফ্লেভারের ভালোবাসা-বিরহের মেলবন্ধনে তৈরি গানটি নিয়ে তাহসান বলেন, “যারা আমার আগের গান ‘প্রতিবাদী গান’ পছন্দ করেছিলেন, তাঁদের জন্যই ‘বিয়োগান্তক’। ভিডিওটি সাদা-কালোর কারণও গানের কথা ও সুর। আসলে কষ্টের রং তো রঙিন হতে পারে না।’’
গানের ব্যাপারে জানতে চাইলে তাহসান স্পাইস ডিজিটালকে বলেন, “আমি একসময় ব্যান্ড দিয়েই শুরু করেছিলাম। পরে সলো মিউজিক করলাম। কিন্তু ব্যান্ডের যারা অডিয়েন্স তাদের জন্য অনেক বছর নিয়মিত গান করাই হয় না। আগের মতোই এ গানও আমি অগ্রসর শ্রোতা, যারা গানটা বোঝেন, তাদের জন্যই করেছি। আমি ব্যান্ড থেকে যত গান করব, সবই তাঁদের জন্য। কারণ, ব্যান্ডের সব সময় আলাদা শ্রোতা থাকেন, যারা বোঝেন। বিয়োগান্ত তাদের জন্য বিশেষ উপহার।’’
গানটি দিয়ে ভক্তদের সামনে সাদা-কালোভাবে উপস্থিত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমরা ট্র্যাজিক বা ট্র্যাজেডি বললেও বাংলা শব্দ ‘বিয়োগান্ত’ কমই ব্যবহার করি। লেখার সময়ই মনে হচ্ছিল, বিয়োগান্ত অন্য রকম একটা অনুভূতি জোগাবে। আর এই বিয়োগান্ত অনুভূতিই সাদাকালো। গানের কথার সঙ্গে দর্শকদের রিলে ট করতেই সাদা-কালোভাবে উপস্থিত হওয়া।
উল্লেখ্য, তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের প্রথম পরিবেশনা ছিল ‘প্রতিবাদী গান’।
গত বছর করোনার সময়ে গানটি মুক্তি পায়। এর পরে প্রতি মাসে একটা গান মুক্তি কথা থাকলেও করোনা, লাইভ রেকর্ডিং করতে না পারা ও অন্যান্য ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি।








Comments