মার্চে মুক্তি পেতে পারে বঙ্গবন্ধুর বায়োপিক
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read

আগামী বছরের মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনী-ভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’মুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
চলতি বছরেই সিনেমাটি মুক্তির দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি বলে জানান তথ্যমন্ত্রী।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)-এ সিনেমার অগ্রগতি পর্যবেক্ষণকালে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় আয়োজনের সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছে বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি লোকেশনে সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে।
গত ২১ নভেম্বর থেকে ঢাকায় শেষভাগের দৃশ্যধারণ করছেন নির্মাতা শ্যাম বেনেগাল।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ স্পাইস ডিজিটালকে বলেন, “সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল ও তার টিম ঢাকায় শুটিংয়ের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। এখানে শিডিউল মতো কাজ করতে পারছেন, যে সমস্ত সহযোগিতা দরকার তা পাচ্ছেন। আগামী বছরের মার্চে এটি রিলিজ করতে পারবেন বলে তারা আশা করছেন।”
তিনি আরও বলেন, “শুধু নতুন প্রজন্ম নয়, বঙ্গবন্ধুর অনেক বিষয় আমরা নিজেরাও পড়েছি, কিন্তু ছবিতে দেখা আর পড়ার মধ্যে অনেক পার্থক্য। সুতরাং এ ছবি মুক্তি পেলে বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর সংগ্রাম, ত্যাগ, স্বপ্ন, স্বপ্নের বাস্তবায়নগুলো মানুষ বাস্তবরূপে দেখতে পাবে।
এ সময় এফডিসিতে উপস্থিত ছিলেন নির্মাতা শ্যাম বেনেগাল, তথ্য কমিশনার ড. আবদুল মালেক, বিএফডিসি'র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বায়োপিকের চিত্রনাট্যকার অতুল তেওয়ারি, কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন, অভিনয়শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
উল্লেখ্য, এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।








Comments