খারাপ আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৭ শতাধিক পর্যটক
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read

কক্সবাজার প্রতিনিধি:
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট খারাপ আবহাওয়ার কারণে আটকা পড়েছেন সাত শতাধিক পর্যটক। তবে ইতিমধ্যে দুই শতাধিক পর্যটক ট্রলারে টেকনাফে ফিরতে পেরেছেন।
সোমবার রাতে সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর আহমেদ জানান, যে সাত শতাধিক পর্যটক বর্তমানে সেন্টমার্টিনে আছেন তারা সেখানকার হোটেলে ভালো আছেন।
এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে সাগর এখনও উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
গত রোববার সকাল থেকে টেকনাফ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজারে রোববার মধ্যরাত থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর আরও দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার দিনের শেষে এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। বৃষ্টি ঝরিয়ে এটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে যাবে বলেও জানিয়েছেন তিনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানিয়েছেন, রোববার সকাল থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ জানান, প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে থাকা দুই শতাধিক পর্যটক বিভিন্ন ট্রলারে করে টেকনাফে ফিরেছে। তবে এখনও যারা আছেন, তাদের কোনো সমস্যা নেই। আবহাওয়া স্বাভাবিক হলেই তারা ফিরে আসতে পারবেন।
স্পাইস ডিজিটাল/সুজন/মামুন শেখ








Comments