দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ, অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন
- Riyan Sobhan Talha
- Dec 8, 2021
- 1 min read

রাজবাড়ী প্রতিনিধি:
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় নদী পাড়ের অপেক্ষায় প্রায় সাত শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তি শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।
পারের অপেক্ষায় থাকা যাত্রী মো. কবির হোসেন স্পাইস ডিজিটালকে বলেন, ‘গতকাল রাত থেকে পাড় হওয়ার অপেক্ষায় আছি। প্রচুর ঠান্ডা খুব কষ্ট হচ্ছে।’
ঢাকা-খুলনা রুটের বাস চালক তমিজ উদ্দিন স্পাইস ডিজিটালকে বলেন, ‘হঠাৎ কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় আমাদের দুর্ভোগে পড়তে হয়েছে। আশা করছি খুব শিগগিরই আবারও ফেরি চালু হবে।’
রাজবাড়ী ট্রাফিক অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার মাঝরাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়লে নৌপথ অস্পষ্ট হয়ে যায়। রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন ও গোয়ালন্দ মোড় এলাকায় দুই শতাধিক যানবাহন আটকে রয়েছে। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে শতাধিক বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফের ফেরি পারাপার শুরু হবে।
স্পাইস ডিজিটাল/সুজন/মামুন শেখ








Comments