বৃষ্টির দিনে কী খাবেন?
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read
অবেলার বৃষ্টি! তিন দিন ধরে ভিজছে রাজধানী ঢাকা। নগরবাসীর মনটাও যেনো ভিজে গেছে! দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে শীতের মৃদু কনকনে বাতাস তৈরি করেছে অন্যরকম স্নিগ্ধতা। এই সময় কিছু খাবার মনটাকে করতে পারে চনমনে।

শীতের দিনে পিঠা কার না পছন্দ! শহরে রাস্তার পাশে, গলির বাঁকে গরম ভাপা কিংবা চিতই পিঠার সঙ্গে হতে পারে আড্ডা।

এই আবহাওয়ায় গরম ভুনা খিচুড়ির সাথে কালা ভুনা জমতে পারে বেশ। সঙ্গে থাকতে পারে গরম চা, সিঙ্গারা এবং সমুচা।
বিকেলে এক কাপ চা নিয়ে বসতে পারেন বেলকোনিতে। সঙ্গে নিতে পারেন ডাল পুরি কিংবা হালিম।

গ্রামে বাড়িতে বাড়িতে তৈরি হয় পাকোড়া, চপ এবং হরেক রকম পিঠা। শহুরে পরিবারগুলো বাইরের খাবারেই বেশি অভ্যস্ত। ঢাকার অলি-গলিতে পাওয়া যায় এসব খাবার।

ইমরান খান/সাইদুল ইসলাম/মামুন শেখ








Comments