top of page

এক যুগ পর চট্টগ্রাম-বরিশাল জাহাজ চলাচল শুরু

  • Writer: Riyan Sobhan Talha
    Riyan Sobhan Talha
  • Dec 7, 2021
  • 2 min read

ree

বরিশাল প্রতিনিধি:


একযুগ পর আবারো চট্টগ্রাম-বরিশাল নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বিআইডব্লিউটিসির নতুন জাহাজ এমভি তাজউদ্দিন আহমদ। বরিশাল স্টিমার ঘাটে শুক্রবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সেই জাহাজ এসে পৌঁছায়। পরে রাত সাড়ে ৯টায় বরিশাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির বরিশালের ব্যবস্থাপক জসিম উদ্দিন শিকদার।


বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনাময় বরিশালের নৌরুটে নিরবিচ্ছিন্ন যোগাযোগ, পর্যটনশিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেই জাহাজ চলাচলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


এতে পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে কুয়াকাটার একটি নিবিড় যোগাযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। ১৪/১৫ ঘণ্টার এই যোগাযোগ ব্যবস্থায় ভ্রমণ পিপাসুদের ভ্রমণে নতুন দ্বার উন্মোচিত হবে।


বরিশাল বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে চট্টগ্রাম-বরিশাল নৌরুটে প্রথম জাহাজ চলাচল শুরু হয়েছিলো। ওই সময় এই রুটে চারটি জাহাজ চলাচলেও ১০ বছরের মাথায় ১৯৭৪ সালের দিকে চলাচলকারী জাহাজ এমভি তাজুল ইসলাম এবং পরবর্তী সময়ে এমভি আলাউদ্দিন আহম্মেদকে পরিত্যক্ত ঘোষণা করে বিক্রি করে দেয় নৌপরিবহন করপোরেশন। পরে ২০০৯ সালে মেরামতের কথা বলে এমভি মতিন ও এমভি মনিরুল হককে ডকইয়ার্ডে তোলার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।


এর দীর্ঘ একযুগ পর আবারও চট্টগ্রাম-বরিশাল নৌরুটে এমভি বার আউলিয়া ও এমভি তাজউদ্দীন নামে দু’টি জাহাজ চলুর সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, ষাটের দশকে এই রুটে এবং অন্যান্য রুটে সরকারি সংস্থার জাহাজ চলাচলে কারণে বরিশাল প্রসিদ্ধ নৌবন্দরে পরিণত হয়েছিল। এই জাহাজ চালুর মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে কুয়াকাটার একটি নিবিড় যোগাযোগ স্থাপিত হবে।


বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু বলেন, চট্টগ্রাম থেকে বরিশালে যাত্রী ও পণ্য পরিবহন করতে পারলে সময় ও আর্থিক সাশ্রয় হবে। এতে দুই বিভাগের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটবে।


বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান জানান, পর্যায়ক্রমে যাবতীয় কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এই রুটে আনুষ্ঠানিক জাহাজ যাত্রা কার্যক্রম শুরু হবে। তবে এখনো ভাড়া নির্ধারণ ও সপ্তাহে কত দিন এই সেবা দেওয়া হবে, তা নির্ধারণ হয়নি।


স্পাইস ডিজিটাল/সুজন/মামুন শেখ

Comments


Thanks for submitting!

  • White Facebook Icon

© 2023 by TheHours. Proudly created with Wix.com

bottom of page