২০২৩ পর্যন্ত বাজারে থাকবে চিপ সংকট
- Riyan Sobhan Talha
- Dec 8, 2021
- 1 min read

বাণিজ্য ডেস্ক:
বৈশ্বিক প্রযুক্তি বাজারের চিপ সংকট খুব দ্রুতই শেষ হবে না বলে মনে করেছেন ইনটেল প্রধান নির্বাহী প্যাট্রিক গেলসিঙ্গার। তার মতে, ২০২৩ সালের আগে চাহিদা ও সরবরাহের সামঞ্জস্য আসছে না। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি’তে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছেন তিনি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, এক্ষেত্রে বাজারে ইনটেলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী এএমডি বেশ আশাবাদী।
বর্তমানে সংকটের মাঝে টানটান অবস্থা থাকলেও অদূর ভবিষ্যতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ফলে ২০২২ সালে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে এএমডি’র প্রধান নির্বাহী ড. লিসা সু।
বিষয়টি এমন নয় যে, পুরো প্রযুক্তি বাজারে বিশেষ এক ধরণের চিপের সংকট চলছে। বরং বিভিন্ন যন্ত্রাংশের (ম্যাচ সেট) সংকট পরিলক্ষিত হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছে ডেটা সেন্টারগুলো। কারণ, পাওয়ার চিপ ও কিছু নেটওয়ার্কিং বা ইথারনেট চিপের ঘাটতি।
অন্যদিকে, আগামী বছর নাগাদ নতুন কারখানার মাধ্যমে ধীরে ধীরে চিপ সংকট কেটে যাবে বলে ধারণা করছে এনভিডিয়া।
ইনটেলের ডেস্কটপ ও ল্যাপটপের জন্য চিপ উৎপাদন করে ‘ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপ’। সম্প্রতি তাদের ২ শতাংশ মুনাফা হ্রাসের খবর জানিয়েছিল ইনটেল। সেই সাথে নোটবুক ইকোসিস্টেমের সীমাবদ্ধতার কারণে নোটবুকে বিক্রি কমেছে পাঁচ শতাংশ।
তবে ভার্জ বলছে, ডেস্কটপ খাতে ইনটেলের মুনাফা বেড়েছে ২০ শতাংশ। তাদের তথ্যমতে, সব মিলিয়ে ইনটেলের মুনাফা গিয়ে দাঁড়িয়েছে ১৮১০ কোটি মার্কিন ডলারে।








Comments