মাহি-মুরাদ ফোনালাপ ফাঁস: চিত্রনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস হওয়া ফোনালাপের জেরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাঁকে ডেকে নেওয়া হয়। এসময় অডিও ফাঁসসহ বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তারা তাঁর সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন বলে জানান ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।
তিনি বলেন, ফাঁস হওয়া ফোনালাপে প্রথমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ইমনের কথোপকথন রয়েছে। পরে ইমনই প্রতিমন্ত্রীর দেওয়া ফোনকল মাহিকে ধরিয়ে দিয়েছিলেন।
ওই ফোনালাপ ফাঁস করা এবং তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিলো এসব বিষয় নিয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে হারুন অর রশীদ বলেন,
আলোচিত ওই ফোনালাপ নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
মাহি বর্তমানে ওমরাহ পালনের জন্য স্বামীসহ সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকে ভিডিও বার্তায় মাহি জানান, তিনি পরিস্থিতির শিকার। নিজেকে নির্দোষ বলেও দাবি করেন তিনি। (হাইপার লিংক।)
এদিকে সোমবার রাতে প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (হাইপার লিংক)
আলী ইউনুস হৃদয়/মামুন শেখ








Comments