‘প্রীতিলতা’র শুটিংয়ে চট্টগ্রামে যাচ্ছেন পরীমনি
- Riyan Sobhan Talha
- Dec 8, 2021
- 1 min read

বিনোদন প্রতিবেদক:
ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার দৃশ্যধারণে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। মাদক মামলায় পরীমনি গ্রেপ্তার হওয়ার আগে প্রথম দফায় দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন তিনি।
প্রীতিলতা সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।
সিনেমার পরিচালক রাশিদ পলাশ স্পাইস ডিজিটালকে জানান, “১২ ডিসেম্বর থেকে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত এ সিনেমার দৃশ্যধারণ করা হবে। ১৬ ডিসেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন পরীমনি।’’
পলাশ আরও বলেন, “সিনেমার কলাকুশলীদের নিয়ে পাঁচদিন ধরে চট্টগ্রামে গিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই। প্রায় এক মাস সেখানে সিনেমার দৃশ্যধারণ চলবে। একেবারে কাজ শেষ করেই ঢাকায় ফিরতে চাই।”
মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হওয়ার পর গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ।







Comments