নিজেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় রোনালদো
- Riyan Sobhan Talha
- Dec 7, 2021
- 1 min read

আর্সেনালের বিপক্ষে ৮০১ তম গোল করে ইতিহাসের পাতায় আরো একটি কীর্তি যোগ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ইংলিশ লিগে আর্সেনালের বিপক্ষে পেনাল্টিতে ক্যারিয়ারের ৮০১তম গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এতে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড।
৮০০ তম গোল করে ইতিহাসের পাতায় রোনালদো আগেই নাম লিখিয়েছেন। এবার ছিলো তার জন্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা। ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড সাক্ষী হয়ে থাকলো রোনালদোর এই কীর্তির। এদিন পুরো স্টেডিয়াম ছেয়ে যায় লাল রঙে। প্রত্যাশা ছিলো নতুন কিছুর।
রোনালদো তা করলেনও বটে! ম্যাচের ৯২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। প্রস্তুতি নেন রোনালদো। বাঁদিক থেকে দৌড়ে এসে ছুঁয়ে দেন পা এবং ৮০১ বারের মতো সাদা জালের ভিতরে বল প্রবেশ করান।
ক্লাব ক্যারিয়ারে রোনালদো এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০টি গোল করেছেন। তাছাড়া ম্যানইউ, জুভেন্টাস ও স্পোর্টিং সিপিয়ের হয়ে করেছেন যথাক্রমে ১৩০, ১১৫ ও ৫টি গোল। অপরদিকে নিজের দেশ পর্তুগালের হয়ে বল জালে ঢুকিয়েছেন ১১৫ বার।
ইমরান খান/সাইদুল/মামুন শেখ







Comments